বান্দরবানে নিহত কেএনএ'র সদস্যদের পরিচয় শনাক্ত

বান্দরবানে নিহত কেএনএ'র সদস্যদের পরিচয় শনাক্ত

বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) আস্তায় সেনাঅভিযানে নিহত দুই সদস্যের পরিচয় পাওয়া গেছে। রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, কেএনএ'র নিহত কমান্ডারের নাম সাংমিন বম (২৭)। অপরজন সৈনিক লাল হিম সাং বম (২৫)।

০৪ জুলাই ২০২৫